পটুয়াখালী প্রতিনিধি।।
৮ম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী ঘােষণা করেছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ। শুক্রবার ১৩ মে উক্ত দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক এর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তালিকা প্রকাশ করা হয।
এবিজ্ঞপ্তিতে বলা হয়, (১৩মে) শুক্রবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী
লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনােনয়ন বাের্ডের সভায় প্রার্থী চুড়ান্ত করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পটুয়াখালী সদর উপজেলার ৫ টি ইউপিতে এ দলের যারা মনােনয়ন পেয়েছেন তারা
হলেনঃ- ইটবাড়িয়া ইউপিতে বর্তমান চেয়ারম্যান মােঃ
মােজাম্মেল হক,মৌকরণ ইউপিতে মাে.বশির আহমেদ,লাউকাঠী ইউপিতে এ্যাড,আশিষ চক্রবর্তী, জৈনকাঠী ইউপিতে এ্যাড,সৈয়দ মাে. মােহসিনও কালিকাপুর ইউপিতে সালাম জাহান।
এছাড়াও মহিপুর থানাধীন লতাচাপলি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আনছার উদ্দিন মোল্লা। ৯নং ধুলাস্বার ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মোদাচ্ছের হাওলাদার। দশমিনা উপজেলায় চরবোরহান ইউনিয়ানে মোঃ নাজির সরদার নৌকা প্রতীক পেয়েছেন।