নিজস্ব প্রতিনিধিঃ
পটুয়াখালী দুমকী উপজেলার মুরাদিয়া ইউনিয়নের চরগরবদী ৮নং ওয়ার্ডের আব্দুল
হক হাওলাদারের পৈত্রিক স্বত্ব ভোগ দখলীয় সম্পত্তির উপর নবনির্মিত কবর স্থানের
দেয়াল ভেঙ্গে জোরপূর্বক মাঝরাতে ব্যাক্তিগত পাকারাস্তা নির্মানের অভিযোগ উঠেছে।
সরেজমিন অনুসন্ধান ও পটুয়াখালী পুলিশ সুপার বরাবর ভুক্তভোগী আব্দুল হক হাওলাদারের করা লেখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি ২১ ইং তারিখ স্থানীয় মৃত আব্দুল আজিজ হাওলাদারের ছেলে মোঃ খোকন হাওলাদার (৩৭) সহ অজ্ঞাতনামা আরো ৫০/৬০ জনের বেআইনী অস্ত্রধারী খোকন হাওলাদারের পেটোয়া বাহিনী কতৃক আব্দুল হক হাওলাদারের পৈত্রিক স্বত্ব ভোগ দখলীয়
সম্পত্তির উপর নবনির্মিত কবর স্থানের প্রাচির ভেঙ্গে জোরপূর্বক মাঝরাতে ব্যাক্তিগত পাকারাস্তা নির্মানের এ ঘটনাটি ঘটে।
এবিষয়ে ভুক্তভূগী আব্দুল হক হাওলাদার বলেন, উক্ত জমিতে সদ্য পারিবারিক কবর স্থানের প্রাচির নির্মান করি। কিন্তু ভূমিদস্যুরা খুন জখমের ভয় দেখিয়ে রাতের আধারে প্রাচির ভেঙে রাস্তা নির্মানের চেষ্টা করলে। আমি আমার পরিবারের সদস্যরা নিরুপায় হয়ে ৯৯৯ ফোন করি। আমাদের অভিযোগের ভিত্তিতে দুমকি থানা পুলিশের এস আই জাফর ও এএসআই মাসুদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
থানা পুলিশের নিরবতা টের পেয়ে পটুয়াখালী পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দিলে
পুনরায় পুলিশ সুপার ব্যবস্থা গ্রহন করতে দুমকি থানা পুলিশকে নির্দেশ প্রদান করেন। ভূমিদস্যুরা থানা পুলিশকে উপেক্ষা করে।
এব্যপারে দুমকি থানা পুলিশের অফিসার ইনচার্জের কাছে জানতে গেলে তাকে
থানায় না পেয়ে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোনটি রিসিভ করেনি।
তবে এই ঘটনার তদন্ত অফিসার এসআই জাফরকেও থানায় না পেয়ে মুঠোফোনে
জানতে চাইলে তিনি বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে সুষ্ঠু
সমাধানের চেষ্টা করি কিন্তু রাতের আধারে প্রাচির ভাঙ্গার বিষয়টি আমি অবগত
নই। ঐ রাতে আমি লেবুখালী ডিউটিরত অবস্থায় ছিলাম।এছাড়াও বিভিন্ন প্রশ্নের জবাব এড়িয়ে যান তিনি।
বিষয়টি নিয়ে সোনাগাজী,তার পৈত্রিক সম্পত্তি রক্ষায়, ভূমিদস্যু খোকন হাওলাদার সহ তার পেটোয়া বাহিনী কতৃক জবর দখল রোধে গত ৯ মার্চ ২১ ইং তারিখ দুমকি উপজেলা
নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন বলে জানা যায়।
উক্ত ঘটনার বিষয়ে পটুয়াখালী জেলার পুলিশ সুপার (এসপি)মোহাম্মদ শহীদুল্লাহ্ সার্বিক বিষয় জানতে সরেজমিনে ১০ই মার্চ সরেজমিনে গিয়েছে বলে জানাযায়।