বরগুনা জেলা প্রতিনিধিঃঃ বরগুনায় সম্পত্তির লোভে বড় ভাইকে মারধর, বশতঘর লুট, খুনের ভয় দেখিয়ে এলাকা ছাড়ার অভিযোগ উঠেছে ছোট ভাই আবুছালে তপন খন্দকার, হৃদয় ইসলাম তোহা, মাফিয়া, তারেকুল ইসলাম, কামরুন নেহার কাকুলি, আব্দুল হক, বাদল, রনি, রেজাউল করিম দের বিরুদ্ধে। ঘটনাটি বরগুনা সদর উপজেলার ৭নং ঢলুয়া ইউনিয়নের রায়ভোগ গ্রামে। ভুক্তভোগী ফিরোজ খন্দকার জানায়, অভিযুক্তরা এলাকার পরবিত্ত লোভী,ভূমিদস্যু, ইয়াবা ব্যবসায়ী হাওয়ায় তার বাবার পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখল নেয়ার জন্য মারধর, বসত বাড়ি , ভাঙচুর লুটপাট ও খুনের ভয় দেখিয়ে দখল নেয়, কোনো বাঁধা দিলে খুন করে লাশ গুম করবে ভয় দেখিয়ে এলাকাছাড়া করে। বিচারের দাবিতে বিভিন্ন মহলের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন ভুক্তভোগী ফিরোজ খন্দকার। তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন। এ বিষয়ে বরগুনা সদর থানার (ওসি) কেএম তারিকুল ইসলাম বলেন, থানায় কোন অভিযোগ আসেনি আসলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।