1. kaiumkuakata@gmail.com : Ab kaium : Ab kaium
  2. akaskuakata@gmail.com : akas :
  3. mithukuakata@gmail.com : mithu :
  4. mizankuakata@gmail.com : mizan :
  5. habibullahkhanrabbi@gmail.com : rabbi :
  6. amaderkuakata.r@gmail.com : rumi sorif : rumi sorif
মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২, ১০:৩৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ-
প্রতিটি জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। যোগাযোগঃ-০১৯১১১৪৫০৯১, ০১৭১২৭৪৫৬৭৪
শিরোনামঃ-

পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ২১৫ পিছ ইয়াবা সহ ৩ ইয়াবা ব্যাবসায়ী আটক।

  • আপডেট সময় বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ৩৯৬ বার

এস আল-আমিন খাঁন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীতে পৃথক পৃথক অভিযানে চিন্হিত তিন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। ডিবি পুলিশ সুত্রে আটককৃত আসামিরা চিন্হিত মাদক ব্যাবসায়ী তাদের কাছ থেকে ২১৫ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

জানাগেছে, গত ৯’ই মার্চ ডিবি পুলিশ তিনটি পৃথক পৃথক অভিযান চালায়। ১’ম অভিযানটি আনুমানিক দুপুর ২.৫৫ মিনিটের সময় বাউফল উপজেলার কালিশ্বরী এস,এ ইনিস্টিউটের পুর্বে পাশে অবস্থান কালে তরিকুল ইসলাম (২৩) কে ১১১ পিচ ইয়াবাসহ আটক করা হয়।আটকৃত তরিকুল কালিশ্বরী ৪ নং ওয়ার্ডের বাসিন্দা জাহাঙ্গীর হোসেনের ছেলে। ২,য় অভিযানে পটুয়াখালী সদর উপজেলার কলাপুর ইউনিয়নের বলাইকাঠী গ্রাম থেকে আনুমানিক সন্ধা ৭.৩০ মিনিটের সময় সাইদুল ইসলাম (২৯) কে ৮৪ পিচ ইয়াবাসহ আটক করা হয়। সাইদুল দক্ষিণ ধরান্দীর বাসিন্দা শাহজাহান মৃধার ছেলে। পরে রাত ১০.৩০ মিনিটের সময় তৃতীয় অভিযান চালিয়ে বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে সুমন মৃধা (২৯) কে ২০ পিচ ইয়াবাসহ আটক করা হয়, আটকৃত সুমন মাছেরউদ্দিন গ্রাম ৮ নং ওয়ার্ডের বাসিন্দা সোবহান মৃধার ছেলে।

এবিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আসামিদের নামে মামলা হয়েছে।

আপনার ফেইসবুকে শেয়ার করুন।

এরকম আরো খবর
© এই সাইটের কোন নিউজ/ অডিও/ভিডিও কপি করা দন্ডনিয় অপরাধ।
Created By Hafijur Rahman akas
x