1. kaiumkuakata@gmail.com : Ab kaium : Ab kaium
  2. akaskuakata@gmail.com : akas :
  3. mithukuakata@gmail.com : mithu :
  4. mizankuakata@gmail.com : mizan :
  5. habibullahkhanrabbi@gmail.com : rabbi :
  6. amaderkuakata.r@gmail.com : rumi sorif : rumi sorif
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১১:২৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ-
প্রতিটি জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। যোগাযোগঃ-০১৯১১১৪৫০৯১, ০১৭১২৭৪৫৬৭৪

পটুয়াখালীর দুমকিতে অবৈধভাবে মাটি কাটার দায়ে, ভেক্যু পুড়িয়ে ফেললো নির্বাহী ম্যাজিষ্ট্রেট!

  • আপডেট সময় শুক্রবার, ৫ মার্চ, ২০২১
  • ৩০৮ বার

মু,হেলাল আহম্মেদ(রিপন)
পটুয়াখালী জেলা প্রতিনিধি/

পটুয়াখালী জেলার দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের সন্তোষদি গ্রামের সুইজগেটের পাশ থেকে কবির মেম্বারের ভাই আলমগীর খানের নেতৃত্বে বছরের পর বছর অবৈধভাবে ভেক্যু দিয়ে মাটি কেটে ইট ভাটায় বিক্রি করার দায়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোবাইল কোর্টের মাধ্যমে পুড়িয়ে ফেলেছে আজ।

গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার ভুমি আল-ইমরান অবৈধভাবে মাটি কাটার স্থানে মোবাইল কোটের জন্য গেলে ভেক্যুর মালিক কাউয়ুম ঘটনাস্থল থেকে পালিয়ে যান এসময়।

উক্ত ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী মাটিকাটা সম্পূর্নভাবে অবৈধ বিধায় সরকারী খাসজমি রক্ষনাবেক্ষনের লক্ষে এবং জনসার্থে ভেক্যুটি নিবৃত্ত করা প্রয়োজন বিধায় আইন অনুযায়ী ভেক্যুটি ঐসময় আগুনে পুড়িয়ে ফেলা হয়।

এসময় উক্ত এলাকার কবির মেম্বর ভেক্যুর স্থানের মাটি কাটার জমি নিজের সম্পত্তি বলে দাবী করলে তাকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করেন পুলিশ । পরবর্তীতে তিনি ভুল স্বীকার করলে তাকে মুসলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। পুড়িয়ে ফেলার সময় মুরাদিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির উদ্দিন, থানা পুলিশ ও ইউপি মেম্বরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরে একশ্রেণির প্রভাবশালী মাটি মহল অবৈধভাবে মাটি কেটে আসছিল ভেক্যুটি পুড়িয়ে ফেলায় এলাকার সুশীল সমাজের লোকজন সন্তোষ প্রকাশ করেন এসময়।

আপনার ফেইসবুকে শেয়ার করুন।

এরকম আরো খবর
© এই সাইটের কোন নিউজ/ অডিও/ভিডিও কপি করা দন্ডনিয় অপরাধ।
Created By Hafijur Rahman akas