সাইফুল ইসলাম জুলহাস, বরগুনা:
আসন্ন ১১ ই এপ্রিল বরগুনা সদর উপজেলার ৪ নং কেওরাবুনিউয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম নিলেন সাবেক ছাত্র নেতা বরগুনা জেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক এ. কে আজাদ বাবলু ।
৩ ই মার্চ ( বুধবার ) ইউনিয়ন আয়ামীলীগের কাছ থেকে এ মনোনয়ন ফরম গ্রহণ করেন। তিনি উপজেলার ৪ নং কেওড়াবুনিয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা, বরগুনা জেলা পরিষদের সদস্য, আলহাজ্ব দারুল ইসলাম মাস্টার এর একমাত্র পুত্র ।
চেয়ারম্যান প্রার্থী এ.কে আজাদ বাবলু দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত রয়েছেন।৪ নং কেওড়াবুনিয়ায় সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের সাথে জড়িত থেকে তিনি তরুণদের মাঝে সুস্থ-সুন্দর উদ্দীপনা সৃষ্টিতে অফুরন্ত প্রেরণা যুগিয়েছেন।
এ.কে আজাদ বাবলু বলেন,৪ নং কেওড়াবুনিয়া ইউনিয়নে আমি জনগণের সেবায় নিজেকে সবসময় নিয়োজিত রাখতে চাই। কেননা মানুষের সেবা করা একটি মহৎ কাজ এবং মানুষের সেবার মাঝেই আত্মতৃপ্তি পাওয়া যায়। মানুষের সেবাই পরকালের মুক্তি। এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা ও আন্তরিক দোয়া কামনা করেছেন।
প্রথম ধাপে ৩৭১টি ইউনিয়ন পরিষদে আগামী ১১ এপ্রিল ভোটগ্রহণের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ মার্চ, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৯ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৪ মার্চ।
বুধবার নির্বাচন ভবনে কমিশনের এক সভায় এ তফসিল চূড়ান্ত করা হয়। সভা শেষে নির্বাচন কমিশনের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ৩৭১টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৩০টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ভোটগ্রহণ করা হবে। বাকিগুলোতে কাগজের ব্যালটে ভোট হবে।