কলাপাড়া প্রতিনিধি।।
কলাপাড়ায় মালবাহী হামজার ধাক্কায় মো. রাতুল ইসলাম জিহাদ (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে । সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে এ ঘটনা ঘটে । আশংকাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর অবস্থার উন্নতি না হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে কর্তব্যরত চিকিৎসক । শের-ই-বাংলা মেডিকেলে পৌঁছার আগেই পথিমধ্যে সন্ধ্যায় সে মারা যায় । রাতুল
ইসলাম জিহাদ লোন্দা গ্রামের মো. হাবিব মোল্লার ছেলে ।
ধানখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রিয়াজ তালুকদার জানান, লোন্দা বালুর মাঠ
থেকে বালু নিয়ে তাপবিদ্যুৎ কেন্দ্রে যাওয়ার সময় চলন্ত হামজার সাথে শিশুটি ধাক্কা খায় ।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, শশু মৃত্যুর ঘটনায় থানায় একটি
ইউডি মামলা হয়েছে ।।