দীপিকা দীপা
এরপরে যাব কোন্ লোকে?
তোমাদের পাব সে ভূবনে?
এত জানা-কথার ছবি ভুল হয়ে যাবে সবই??
প্রতিদিনই যাচ্ছে অনেকে
দূরের নতুন বাড়ি
ঠিকানা পেলে মনের কষ্ট
দিয়ে দিতাম পাড়ি।
নতুন আলোয়ে, নতুন মানুষ সবই নতুন-নতুন
পুরনো পরিচয়ে নিতাম না হয় খোঁজ!
পুরনো স্মৃতিকথা পড়তো- মনে দেখা হলে,
বাকি খাতার ইচ্ছেগুলোর কষ্ট যেত সরে।
কত কথা ছিল বাকি বলা তো হয়নি
নতুন অনুভবে সেসব লাগতো-কেমন জানি!!
প্রতিবছর যাবার ক্ষণে কাঁদি অনেক স্মরণ করে
আমার মত সেদিন তোমার নয়ন ভিজে যায়?
নাকি নতুন মানুষ পেয়ে, নতুন সুখে হৃদয় ভরে
ভুলেছো আমায়???