রাজু আহমেদ রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নে শুক্রবার বিকাল ৫ ঘটিকার সময়, খানখানাপুর বড় ব্রিজের প্রাঙ্গণে ,রিক্সা চালক মোঃ নাজু শেখ কে ঘিরে রিকশা চালক শ্রমিকরা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত করেন, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আমজাদ হোসেন , চেয়ারম্যান পদপ্রার্থী, খানখানাপুর ইউনিয়ন, এছাড়া আরো উপস্থিত ছিলেন ছিলেন, মোঃ বিল্লাল শেখ, মোঃ সুমন সরদার, মোঃ হাসেম মোল্লা, মোঃ লাভলু, দোয়া পরান, ইমাম মোঃ শাহ আলম, এসময় প্রধান অতিথি বলেন, খানখানাপুর বড় ব্রিজের হাইওয়ে রাস্তা এই যেন এক মরণফাঁদ , এখানে বিট না হলে, মরণফাঁদ দিন দিন বেড়েই যাবে, প্রধান অতিথি আরো বলেন, এইতো কয়েকদিন আগে, রিকশা চালক মোঃ নাজু সেখ, সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করলেন, এইরকম আর কত মায়ের বুক খালি হবে, এইদিকে এলাকাবাসীর , প্রাণের দাবি, খানখানাপুর বড় ব্রিজ রাস্তার এই পার ওই পার যাতায়াত করার জন্য, ফুটওভার ব্রিজ চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মমতাময়ী মা, আমরা সবাই তার জন্য দোয়া করি, তাই আমাদের দাবি একটাই ফুটওভার ব্রিজ চাই, অনুষ্ঠান পরিচালনা করেন, মোঃ কাশেম শেখ রিক্সা শ্রমিক এসোসিয়েশন সদস্য, খানখানাপুর ইউনিয়ন,