সোহরাব বরগুনা জেলা প্রতিনিধি:
বরিশাল রেঞ্জ পুলিশের সুযোগ্য অভিভাবক শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ, বরিশাল এর সভাপতিত্বে রেঞ্জ অফিসে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জানুয়ারি মাসে বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হলেন বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মেহেদী হাসান।
বরগুনা জেলা পুলিশের গৌরবময় সাফল্যের এ অগ্রযাত্রা জনাব মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক, পুলিশ সুপার, বরগুনা এর সুযোগ্য ও বিচক্ষণ নেতৃত্বে অব্যাহত রয়েছে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মেহেদী হাসান বলেন আমার এই সাফল্যের জন্য বরিশাল রেঞ্জের মাননীয় ডিআইজি মহোদয়, বরগুনা জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয় এবং আমার সকল সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা ও সকলের দোয়া কামনা করেন তিনি।