রাজু আহমেদ রাজবাড়ী :
রাজবাড়ীর সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নে মঙ্গলবার রাত ৮, ঘটিকার সময়, ১ নং ওয়ার্ডের, কুন্ডু পাড়া মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আমীর আলী মোল্লা, সভাপতি খানখানাপুর ইউনিয়ন বাংলাদেশ আওয়ামী লীগ, এছাড়া আরো উপস্থিত ছিলেন, পূজা কমিটির সদস্য বিন্দু, ১, সুব্রত নন্দী. ২, তপু কুন্ডু, ৩, অন্তর কুন্ডু, ৪, তনুজীত ভজন, ৫, শুভ কুন্ডু, ৬, প্রান্ত কুন্ডু, এ সময় প্রধান অতিথি আমীর আলী মোল্লা বলেন, এই পূজা আমি আসতে পেরে নিজেকে খুব খুশি মনে হচ্ছে, এই ভাবেই আমি প্রত্যেকটা মানুষের মনে থাকতে চাই, উনি আরো বলেন, আগামীতে কুন্ডুপাড়া মন্দিরের, নিজস্ব অর্থায়নে ছাদ করে দেওয়ার ব্যবস্থা করে দেব,