কলাপাড়া প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী বিপুল হাওলাদার ৩ হাজার ৬শ’ ৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিদ্রোহী প্রার্থী মাসুম বেপারী জগ প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ২ শ’ ৫ভোট। বেসরকারীভাবে নির্বাচনের ফলাফল নিশ্চিত করেছেন কলাপাড়া উপজেলা নির্বাচন কমিশনার ও সহকারী রির্টানিং অফিসার আবদুর রশিদ।পঞ্চমবারের মতো কলাপাড়া পৌরসভায় অনুষ্ঠিত এ নির্বাচনে ১২ হাজার ৮শ‘
৯১ জন ভোটারের বিপরীতে মেয়র পদে ৪ জন, ৯টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩৭ জন এবং
সংরক্ষিত ৩টি নারী কাউন্সিলর পদে ১০ জন প্রতিদ্বন্ধিতা করেছেন।এর আগে সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর
ঘটনার খবর পাওয়া যায়নি। ###