কলাপাড়া প্রতিনিধিঃঃ
কলাপাড়ায় নৌকা
মার্কার প্রার্থী বর্তমান মেয়র বিপুল চন্দ্র হাওলাদার নিবার্চনী
প্রচারনায় বললেন, আমি আপনাদের একজন সেবক কোন দূর্নীতি আমি করি নাই,
সন্ত্রাস ও মাদকের মদদ দেইনি, আমি মাদক বিরোধী আন্দোলেনে সামিল হয়েছি।
পৌরবাসীর উন্নয়নের জন্য যা যা দরকার সেটাই আমি করেছি, অনেক কাজ সম্পন্ন
হয়নি, আগামী নিবার্চনে বিজয় হলে চলমান কাজ সম্পন করবো। এ পৌর সভাকে একটি
আধুনিক পৌর সভায় রুপান্তরিত করা হবে। বুধবার শেষ বিকালে পৌর শহরের ১ নং
ওয়ার্ডের শেখ কামাল সেতুর নিচে এক উঠান বৈঠকে নৌকা প্রতীকের মেয়র
প্রার্থী ও বর্তমান মেয়র বিপুল চন্দ্র হাওলাদার এ কথা বলেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুলেট ট্রেনের লাইন করে দিচ্ছে।
ট্রেন লাইন সম্পন্ন হলে সকালে ঢাকায় যাবে আবার কাজ শেষে সন্ধ্যায়
কলাপাড়ায় ফিরে আসবে। এসকল উন্নয়নে শেখ হাসিনা সকল মানুষের ভাগ্যের
পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছেন। ২০১৫ সালের ৩০ ডিসেম্বর কলাপাড়া পৌর
মেয়র হিসাবে নিবার্চিত হওয়ার পর সকল পৌরবাসিকে একভাবেই দেখেছি। কেউ বলতে
পারবেনা আমার কাজ করে দেয়নি। স্থানীয় সরকার নিবার্চনে যোগ্য প্রর্থীকে
ভোট দিতে হবে। আর যোগ্য প্রার্থীকে ভোট দিলে এলাকার উন্নয়য় হবে। তাই শেখ
হাসিনার নৌকা মার্কায় ভোট দিতে হবে। এ পৌর সভায় যে কাজ হয়েছে তা
দৃশ্যমান। যেমন বাসষ্টান্ড করা হয়েছে, বৃদ্ধদের হাটার জন্য ওর্য়াক ওয়ে
করে দিয়েছি। শিশু পার্কের কাজ রয়েছে চলমান। বঙ্গবন্ধুর সন্তান মরহুম শেখ
কামালের নামে করা হয়েছে অডিটোরিয়াম। শেখ হাসিনা আবারো আমাকে মনোনয়ন দিয়ে
নৌকা নিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। তাই কলাপাড়া পৌর সভা উন্নয়নের জন্য
নৌকা মার্কায় ভোট দিলে উন্নয়নের পথ আরো গতিশীল হবে।
১ নং ওয়ার্ডের আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ মো: বশির আহম্মেদের
সভাপতিত্বে নৌকার নির্বাচনী উঠান বৈঠকে প্রধানঅথিথির বক্তব্য রাখেন,
কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী
আলহাজ¦ মাহাবুবুর রহমান তালুকদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা
আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার,
উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, উপজেলা
আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির, সাংগঠননিক সম্পাদক এ্যাডভোকেট
সাইদুর রহমান সাইদ, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মজিবর রহমান চুন্নু,
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পৌর আওয়ামীলীগের প্রচার সম্পাদক
মো শাহআলম, পৌর যুবলীগ নেতা সোহেল, ছাত্রলীগের সাধারন সম্পাদক ফায়জুল
ইসলাম আশিক তালুকদার ও স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন পাখি আক্তারসহ
অনেকে।
এসময় উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠেনে নেতা-কর্মী ও স্থানীয় গন্যমান্য
ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।