কুয়াকাটা ডেস্ক :
সৌদি আরবের পবিত্র মদিনা নগরীতে একটি সোফা কারখানায় আগুন লেগে ৬ বাংলাদেশির মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার ভোরেই আগুনের সূত্রপাত হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। গতকাল রাতে নিহত ছয় বাংলাদেশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ মহসীন হোসেন।দূতাবাস জানায়, ছয়জনের মধ্যে চারজন অতিমাত্রায় দগ্ধ হওয়ায় তাদের পরিচয় এখনো জানা যায়নি। নিহতদের তালিকায় বাকি দুজন হলেন দুই ভাই মিজান ও আরাফাত। তারা চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দক্ষিণ সুখছড়ী চাম্বিরপাড়া নিবাসী সুলতান আহমদের ছেলে।নিহতদের মরদেহ শনাক্তে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে বাংলাদেশ দূতাবাস। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানতে পারেনি সৌদি পুলিশ।