কিশোর শর্মা-কেন্দুয়া প্রতিনিধি:
“মুজিব বর্ষে স্বাস্থ্য খাত,
এগিয়ে যাবে অনেক ধাপ”
এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কেভিড-১৯ টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার ৭ফেব্রুয়ারি বিকাল ৩টায় কেভিড-১৯ টিকাদান কার্যক্রম কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এম.ও ডা: আসাদুজ্জামানের সঞ্চালনায় ও কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার মো: মইনউদ্দিন খন্দকার সভাপতিত্বে-কেভিড-১৯ টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন-
বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা-৩, কেন্দুয়া আটপাড়া আসনের মাননীয় সংসদ সদস্য-অসীম কুমার উকিল।
স্বাগত বক্তব্য রাখেন-কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মো: এবাদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-
বাংলাদেশ যুব মহিলালীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক অপু উকিল,
কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: নূরুল ইসলাম, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি ও কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো: আসাদুল হক ভূঞা, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ কাজী শাহ নেওয়াজ।
এসময় উপস্থিত ছিলেন-কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগ,পৌর আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও মিডিয়ার সাংবাদিক বৃন্দ।