ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের অবসরগ্রহণকৃত চার কর্মচারিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে জেলা পরিষদের নিজস্ব সম্মেলন কক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এনামুল হক (উপ-সচিব) -এর সভাপতিত্বে এ বিদায় সংবর্ধনায় অনুষ্ঠান পরিচালনা করেন জেলা পরিষদ-এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. মঈনুদ্দীন মন্ডল ।
এসময় উপস্থিত ছিলেন; জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. মোহায়েদুল ইসলাম, হিসাব রক্ষক মামুনুর রশিদ, উচ্চমান সহকারী শিহাব মাহফুজ, নজরুল ইসলাম, সার্ভেয়ার শফিকুল ইসলাম, পরিষদের সদস্য রফিকুল ইসলাম, আবুল বাসার, কামাল উদ্দীন, শান্তনা হক, সাহিদা খাতুন, হোসনে আরা, রয়েল বিশ্বাস, কবির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বক্তারা অবসরগ্রহণকৃত চার কর্মচারিগণের ভূয়সী প্রশংসা করে বলেন, “জেলা পরিষদে তাদের অবদান অসামান্য। জেলা পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারী তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করবেন। আপনারা ভাল ও সুস্থ্য থাকুন এই কামনা আমাদের সকলের।”
পরে বিদায়ী কর্মকর্তাগনের হাতে উপহার তুলে দেয়া হয়।
উল্লেখ্য, অবসরগ্রহণকৃত কর্মচারিগণ- জেলা পরিষদের কার্যসহকারী মো. আলাউদ্দীন, নৈশ প্রহরী মো. সাজ্জাদ আলী, অফিস সহায়ক মো. তোজলুর রহমান, মালী মো. মোন্তাজ আলী।