কলাপাড়া প্রতিনিধিঃ
কলাপাড়া পৌর নির্বাচনী পথ সভায় হামলা। (১৪)ফেব্রুয়ারী বিশ্ব ভালোবাসা দিবসে অনুষ্ঠিত কলাপাড়া পৌর নির্বাচন ধীরে,ধীরে উত্তপ্ত।বাড়ছে সহিংসতা। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিঘ্নিত। আতংক বাড়ছে ভোটারদের মধ্যে।
৪ ঠা ফেব্রুয়ারী বিকাল ৩ টায় কলাপাড়া পৌর শহরের ৭ নং ওয়ার্ড সিনিয়র মাদ্রাসা মাঠে ধানের শীষের পথসভায় হঠাৎ অতর্কিত হামলা, আহত হন কলাপাড়া যুবদল নেতা এ্যাডঃ আবুল হোসেন, সদস্য সচিব জুয়েল ইকবাল, যুবদল নেতা গাজী সুমন,সালাউদ্দিন শিকদার, নুর এলাহি, সেচ্চাসেবকদল নেতা কল্লোল বিশ্বাশ, মৎস্যজীবি দল নেতা মোঃ জাকির, মাসুদ রানা সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদের মধ্যে গুরুতর আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কলাপাড়া উপজেলা জাতীয়তা বাদি দল (বিএনপি)
এদিকে একের পর এক নির্বাচনী সহিংসতায় উত্তপ্ত হচ্ছে কলাপাড়া পৌর নির্বাচন,আতংক বাড়ছে ভোটারদের মধ্যে শংকিত সুষ্ঠু ভোটের পরিবেশ নিয়ে। সচেতন মহল মনে করেন গনতান্ত্রিক অধিকার হরন করে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।প্রার্থী কে জনগণের কাছে ভোট চাওয়ার সুযোগ দিতে হবে। জনপ্রিয়তা থাকলে এবং জনগনের জন্য কাজ করলে তাকে প্রতিপক্ষকে ঘায়েল করে নির্বাচনে জিততে হয় না এতে করে প্রার্থীর প্রতি জনগন আস্থা হারিয়ে মুখফিরিয়ে নেওয়ার সম্ভাবনাই বেশি বলে রাজ নৈতিক বিজ্ঞ মহল মনে করেন।