দিনাজপুর প্রতিনিধিঃ
বৃহত্তর দিনাজপুর জেলার হাকিমপুর(হিলি) পৌরসভা নির্বাচনে প্রার্থীদের দৌড় ঝাপ শুরু হয়েছে। প্রার্থীরা ভোটারদের দ্বারে যেয়ে দোওযা নিচ্ছে। পোষ্টারে ছেয়ে গেছে স্হানীয় এলাকায়। চা-ষ্টল, পানের দোকান গুলোতে চলছে ভোটের আমেজ। স্হানীয জনগনের একই কথা নৌকা। আবারো দেখতে চায় স্হানীয় জনতা মাননীয় প্রধান মন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার অত্যন্ত আস্হাভাজন বঙ্গ বন্ধুর আদর্শের সৈনিক এন এম জামিল হোসেন চলন্তকে পনরায় আবারো নৌকার মাঝি হিসবে দেখতে চায়। আগামী ৩০ শে জানুয়ারীতে বিপুল ভোটে জয়ী হবে।