কুয়াকাটা ডেস্কঃ
কুয়াকাটায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষ আহত-৪কলাপাড়া প্রতিনিধি।।কুয়াকাটায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে ৪ জন গুরুতর জখম হয়। শনিবার ২৩ জানুয়ারী বেলা আনুমানিক ১১ টার দিকে এ হামলার ঘটনা ঘটেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, কুয়াকাটা পৌর শহরের খাজুরা গ্রামের ইব্রাহিম শরীফ (৪২) জমিতে পানি একটি ঘের ব্যবহার করার জন্য হাউসিং প্রকল্প থেকে লিজ নিয়ে বোরো ধান চাষ আবাদের জন্য ব্যবহার করে আসছিল।এতে স্থানীয় নুরুল ইসলাম বিশ্বাস, ইউসুফ, জালাল, আফজাল, দুলাল, জয়নাল মুসল্লী, আল আমিনসহ ১২/১৩ জন সন্ত্রাসী বিভিন্নভাবে বাধা প্রদান করে।আহত ইব্রাহিম শরীফ (৪২) জানান, ঘটনার দিনে, আমিসহ আমার ছেলে নাসির শরীফ (২৩), বশির শরীফ (১৮) ও ভাইয়ের ছেলে ফেরদৌস শরীফ এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। ওই ঘের না ছাড়ায় এই হামলার ঘটনা ঘটিয়েছে বলে তিনি জানিয়েছেন। স্থানীয়রা এদের আহত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।