পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীতে আশ্রয়ন-২ প্রকল্পের ঘড় পরিদর্শণ করলেন জেলা প্রসাশক মতিউল ইসলাম চৌধুরী।
পটুয়াখালী জেলায় উন্নয়নের ছোয়া লাগেনী এমন জায়গা বলা বাহুল্য,এরই ধারাবাহিকতায়
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় পটুয়াখালী জেলায় ক-শ্রেণির (ভূমিহীন ও গৃহহীন) ২১৩১ টি ঘরের বরাদ্দ পাওয়া গেছে। যার কাজ ইতিমধ্যে চলমান রয়েছে বলে জানাযায়। তবে বরাদ্দ প্রাপ্ত ঘরের মধ্যে ১ম পর্যায়ে ৭২৯ টি ঘরের নির্মাণ কাজ শেষ হয়েছে। আগামী ২৩ জানুয়ারি ২১ইং তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্মাণ সম্পন্ন ঘরগুলো শুভ উদ্বোধন করার সদয় সম্মতি জ্ঞাপন করার কথা রয়েছে।
অদ্য ১৯ শে জানুয়ারি পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী পটুয়াখালী সদর ও দুমকি উপজেলায় নির্মিত আশ্রশন প্রকল্পের ঘরগুলো সরেজমিনে পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব জিএম সরফরাজ, উপজেলা নির্বাহী অফিসার (সদর) লতিফা জান্নাতী, উপজেলা নির্বাহী অফিসার (দুমকি) শেখ আব্দুল্লাহ্ সাদীদ, দুমকি উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশীদ হাওলাদার, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি,গণমাধ্যকর্মীসহ অন্যান্য ব্যক্তিবর্গ পরিদর্শন কালে উপস্থিত ছিলেন।.