আমতলী প্রতিনিধি
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মির্জাগঞ্জ উপজেলার ৩নং আমড়াগাছিয়া ইউনিয়ন আওয়ামী-লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ,সভাপতি আমড়াগাছিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, আমড়াগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আমিনুল ইসলাম সোহাগ সরদার । বেশ কয়েকজন প্রার্থীর মধ্যে আলোচনায় রয়েছেন মোঃ আমিনুল ইসলাম সোহাগ সরদার ।
নির্বাচন কাছাকাছি হওয়ায় প্রচার-প্রচারণা শুরু হয়ে গেছে। সকাল হলেই শুরু হয় এলাকা ভিত্তিক ভোট চাওয়া। বাড়িতে বাড়িতে এবং চায়ের দোকানগুলোতে বয়েছে নির্বাচনী হাওয়া৷ গ্রাম-মহল্লায় ভোট চাইতে ছুটে চলেছেন আমিনুল ইসলাম সোহাগ সরদার ।বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আর্থিক সহযোগিতা করে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। ভোটারদের মনে স্থান করে নিয়েছেন ভালোবাসার মানুষ হিসেবে। তরুণ প্রজন্মের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এই প্রার্থী । করোনাকালীন সময়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন সাধ্যমত বিতরণ করেছে ত্রাণ সামগ্রী।
ভোটাররা জানান, মোঃ আমিনুল ইসলাম সোহাগ সরদার শুরু থেকেই জনগণের পাশে রয়েছেন। সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতে তার কোন বিকল্প নেই। তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে পাল্টে যাবে আমড়াগাছিয়া ইউনিয়নের চিত্র। বইবে উন্নয়নের ছোঁয়া ৷ আমড়াগাছিয়া ইউনিয়ন হবে আধুনিক ও মডেল ইউনিয়ন। সবমিলিয়ে নতুন চমকের অপেক্ষায় এখন আমড়াগাছিয়া ইউনিয়ন ।