সাইফুল ইসলাম জুলহাস স্টাফ রিপোর্টার: বরগুনার স্বেচ্ছাসেবী সংগঠন সোয়াব এর উদ্যোগে সোমবার বরগুনার হতদরিদ্র ও বাসস্হানহীন মানুষের মাঝে মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়, এসময়ে উপস্হিত ছিলেন সোস্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বরগুনা ( সোয়াব) এর আহব্বায়ক, এম আল মামুন,তিনি বলেন সোয়াব প্রতিষ্ঠা লগ্ন থেকে সাধ্যমত অসহায়দের পাশে ছিল এবং ভবিষৎতেও থাকবে ।
সোয়াব এর সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ দোলন বলেন, আমরা আমাদের সাধ্যমত অসহায়দের পাশে দাড়িয়েছি, সমাজের সবাই সবার দিক থেকে চেষ্টা করলে, একটি সুন্দর সমাজ বিনির্মান করা কঠিন কিছু না,
এসময় সোয়াব ব্লাড ইউনিট এর পরিচালক রাসেল আহমেদ, বলেন, সোয়াবের স্বেচ্ছাসেবকরা দিনরাত পরিশ্রম করছে বরগুনার হতদরিদ্র ও অসহায়দের কষ্ট লাঘব করার জন্য এবং ভবিষৎতেও আমারা মানুষের পাশে থাকবো