বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, বিশেষ প্রতিনিধি।
কলাপাড়ায় মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে রয়েল ব্যাচ ২০০০ প্রথম বিভাগ ক্রিকেট
টুর্নামেন্ট ২০২১ এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে খেপুপাড়া
সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে কলাপাড়া উপজেলা নির্বাহী
অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক প্রধান অতিথি হিসেবে এ
ক্রিকেট টুর্নান্টের উদ্বোধন করেন। রয়েল ব্যাচ ২০০০ এর সদস্য তুষার হালদারের
সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা পরিবার
পরিকল্পনা অফিসার ও রয়েল ব্যাচ ২০০০ এর সদস্য ইলিয়াস খান রানা। অন্যান্যর
মধ্যে বিশেষ অতিথি ছিলেন, কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল
মন্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির,
খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আব্দুল
রহিম প্রমুখ। উদ্বোধনী খেলায় ৬নং ওয়ার্ড ইলেভেন ফাইটার্স ও তালহা
মাইনুল ফ্রেন্ডস ফাইটার একাদশের মোকাবেলা করে। খেলায় মোট ২৪টি দল
অংশগ্রহন করে।