আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ- বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বরগুনার আমতলীতে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকাল ৫ টায় আমতলীর হলদিয়া ইউনিয়নের তালুকদার বাজারে হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শান্তি সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান (মিন্টু) মল্লিক এর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, আমতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক জিএম ওসমানী হাসান, আওয়ামী লীগ নেতা আনোয়ার ফকির, আওয়ামী লীগ নেতা গোলাম মস্তফা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহিদ দেওয়ান, কবির হাওলাদার, সামুসুল হক মেম্বারসহ ইউনিয়ন ও উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত যতই শক্তিশালী হোক না কেন দেশে কোনো সন্ত্রাস ও নৈরাজ্যে সৃষ্টি করলে আওয়ামী লীগ সেটাকে প্রতিহত করবে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন এ দেশের স্বাধীনতা, আর শেখ হাসিনা দিয়েছেন এ দেশের অর্থনৈতিক মুক্তি। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আওয়ামী লীগ মাঠে থাকবে।