1. kaiumkuakata@gmail.com : Ab kaium : Ab kaium
  2. akaskuakata@gmail.com : akas :
  3. mithukuakata@gmail.com : mithu :
  4. mizankuakata@gmail.com : mizan :
  5. habibullahkhanrabbi@gmail.com : rabbi :
  6. amaderkuakata.r@gmail.com : rumi sorif : rumi sorif
শনিবার, ১৩ অগাস্ট ২০২২, ০২:২০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ-
প্রতিটি জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। যোগাযোগঃ-০১৯১১১৪৫০৯১, ০১৭১২৭৪৫৬৭৪

কনসার্টের নামে গনজমায়েত এর আয়োজন, জনমনে আতঙ্ক

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১
  • ২৯২ বার

সাইফুল ইসলাম জুলহাস বরগুনা প্রতিনিধি: দেশব্যাপী বৃহত্তর গণজমায়েতের উপর নিষেধাজ্ঞা থাকলেও
তকা উপেক্ষা করে বরগুনার আমতলীতে এ.সি.এল নাইট ও সময় উৎসব ২০২১ নামে একটি
কনসার্ট এর আয়োজন করা হয়েছে। আমতলী চ্যম্পিয়ন্স লীগ ক্রিকেট টুর্নামে›টের
সমাপনী অনুষ্ঠানকে ঘিরে সরকারি ডিগ্রি কলেজ মাঠে এ কনসার্টের আয়োজন করা
হয়েছে। গণজমায়েতের ব্যাপারে নিষেধাজ্ঞা থাকলেও তবে স্থানীয় প্রশাসনের
কোনো অনুমতি নেয়নি আয়োজক কর্তৃপক্ষ।

খোঁজ নিয়ে জানা যায়, আমতলী চ্যম্পিয়ন্স লীগ ক্রিকেট টুর্নামে›টের সমাপনী
অনুষ্ঠা ৮ জানুয়ারী । এ অনুষ্ঠানকে ঘিরে এসিএল নাইট ও সময় উৎসব নামে
কনসার্টের আয়োজন করা হয়েছে। টুর্নামে›টের আয়োজক কমিটির সভাপতি আমতলী
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। “সময়” নামক একটি সংগঠনের
ব্যানারে রাকিব চৌধুরী রাজু নামের এক ব্যক্তি কনসার্টের চুক্তিবদ্ধ
হয়েছেন। কনসার্টে কন্ঠশিল্পী রিংকু ও পড়শির মত জনপ্রিয় শিল্পিরা গান
পরিবশেণ করবেন। এছাড়াও বেশ কিছু স্থানীয় জনপ্রিয় শিল্পী এতে অংশ নেবেন।
করোনা ভাইরারেস ২য় ঢেউয়ের কারণে সব ধরণের গণ জমায়েত নিষিদ্ধ থাকলেও তা
অমান্য করেই এমন অনুষ্ঠানের আয়োজন নিয়ে শংকিত স্থানীয়রা। উন্নয়ণ সংগঠন
এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাব উদ্দীন পান্না বলেন,র্ মহামারীর এই
সময়ে অনুষ্ঠানের নামে এ ধরনের গণজমায়েত আয়োজন অবিবেচনাপ্রসূত। এতে
মানুষের মাঝে করোণা ছড়িয়ে পরার শংকা রয়েছে। সরকারের নিষেধাজ্ঞা থাকতেও
কিভাবে এমন আয়োজন সম্ভব আমি জানিনা, আমার মনে হয় এটি না করাটাই উত্তম।
“সময়” সংগঠনের চেয়ারম্যান রকিব চৌধূরী রাজুর কাছে করোনাকালীণ এ ধরনের
অনুষ্ঠান আয়োজন এর করান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আয়োজক কর্তৃপক্ষ
অনুষ্ঠানের জন্য আমার সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। বাস্তবায়নের দায়িত্ব আমার
নয়। অনুমতি বা নিষেধাজ্ঞার বিষয়ে আমার কিছুই জানা নেই।

আমতলীর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, ‘ আমি দাপ্তরিক
কাজে ব্যস্ত থাকি, নামমাত্র ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক কমিটির সভাপতি
করা হয়েছে। এত বড় অনুষ্ঠান করা হবে এটি আমার জানা ছিলনা, আমি এ বিষয়ে
আয়োজকদের সাথে কথা বলব। সরকারি বিধি লংঘন করে অনুষ্ঠানের আয়োজন করার কোনো
সুযোগ নেই।

এ বিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম বলেন, বিধিসম্মতভাবে যদি
অনুষ্ঠান করা না হয়, তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহীনি দায়িত্ব পালন
করবে।

আপনার ফেইসবুকে শেয়ার করুন।

এরকম আরো খবর
© এই সাইটের কোন নিউজ/ অডিও/ভিডিও কপি করা দন্ডনিয় অপরাধ।
Created By Hafijur Rahman akas
x