সাইফুল ইসলাম জুলহাস স্টাফ রিপোর্টার
বরগুনায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাসেল (৩২) নামের একজন নিহত হয়েছেন। বৃহষ্পতিবার রাত সাড়ে দশটার দিকে বরগুনা-বরইতলা সড়কের বরইতলা গোলবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। দূর্ঘটনায় গুরুতর আহত আরো দু’জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে।
নিহত রাসেল সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নে ফুলঢলুয়া এলাকার আবদুস সত্তার ছেলে।
সে ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক ছিল।
প্রত্যক্ষদর্শিরা জানান, বিধান ও জুলহাস বরগুনা থেকে বরইতলার দিকে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। গোলবুনিয়া নামক স্থানে নিয়ন্ত্রন হারিয়ে ফেললে বিপরীত মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় মোটরসাইকেলের তিনজনই গুরুতর আহত হয়। খবর পেয়ে বরগুনা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসে। পরীক্ষা-নীরিক্ষার পর কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুরুতর আহত বিধান (২৩) ও জুলহাস (২২)কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসের সহায়তায় ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। নিহতের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।