পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছা থানায় কয়েকজন মাদকসেবী আর মাদকসেবন করবো না, মাদকের কাছে যাব না এঅঙ্গীকার করে থানায় এসে ওসি এজাজ শফীর কাছে আত্মসমার্ণ করেছে। সোমবার বিকেলে তারা আত্মসমার্ণ করে। মাদক-জুয়া,নারী নির্যাতন, চুরি বা যে কোন অপরাধ প্রবনতা রোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিট পুলিশিং সভার পর পুলিশের কর্মকান্ড আরো জোরদার হয়েছে। ইতোমধ্যে কিশোর গ্যাং, মাদক-জুয়ায় জড়িত থাকার অভিযোগে একাধিক ব্যক্তি আটক হয়েছে এমনকি শতাধিক যুবক শর্তদিয়ে মাদককে না বলে আত্ম সমর্পন করে স্বাভাবিক জীবনে ফিরে আসার ঘোষনা দিয়েছেন। চারিদিকে এব্যাপারে ব্যাপক সাড়া পড়ছে। অপরাধীরা অনেকটা কোন ঠাসা হয়ে পড়েছে।