কুয়াকাটা প্রতিনিধিঃ
ইভিএম পদ্ধতিতে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটলো কুয়াকাটা পৌরসভা নির্বাচন। এ নির্বাচনে সতন্ত্র প্রার্থীর বিজয়কে কেন্দ্র করে গড়ে উঠেছে ব্যাপক আলোচনা সমালোচনা।
কুয়াকাটা পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক-২৬৮৪ ও
স্বতন্ত্র প্রার্থী জগ প্রতীক- ৩৩৩৩ ভোট পেয়েছে। সতন্ত্র প্রার্থী জগ মার্কা প্রতীকের প্রার্থী মোঃ আনোয়ার হোসেন হাওলাদার ৬৪৯ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে ইভিএম পদ্ধতিতে উৎসবমুখর পরিবেশে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার সাগরকন্যাখ্যাত কুয়াকাটা পৌরসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। দু-একটি অপ্রিতিকর ঘটনা ঘটলেও গুরুতর কোনো খবর পাওয়া যায়নি। সোমবার সকাল ৮টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ। সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষভাবে ভোট দিতে পেরে ভোটাররা খুশি।
ভোটারদের মতে ইভিএম পদ্ধতিতে এ নির্বাচন রেকর্ড সৃষ্টি করেছে। তবে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন নারী ভোটাররা। দুপুর ১টার মধ্যেই প্রতিটি কেন্দ্রে ৯০ভাগ ভোট গ্রহণ হয়েছে। ভোটাররা বলেন, খুব সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে ভোট দিতে পেরেছি। এমন কথা জানিয়েছে অনেক ভোটাররা।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সকাল ৮টায় শুরু হয়েছে ভোট গ্রহণ। বিরতিহীনভাবে এ ভোট গ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। এ পৌরসভায় মোট ৮হাজার জন ভোটার। আর মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি, হাতপাখা ও স্বতন্ত্রসহ ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন।
৯টি ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তবে স্বতন্ত্র প্রার্থী মেয়র মোঃ আনোয়ার হাওলাদার সন্তোষ প্রকাশ করে তিনি সাংবাদিকদের বলেন সুষ্ঠু নির্বাচন হয়েছে।
উপজেলা রিটানিং ও নির্বাচন কর্মকর্তা মো. আ. রশিদ জানান, কোন অপ্রিতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে।