পঞ্চগড় প্রতিনিধি।।
পঞ্চগড়ে বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (০৩ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা শিল্পীকলা একাডেমী মিলনায়তনে বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতি পঞ্চগড় জেলা শাখা এ কর্মী সম্মেলনের আয়োজন করে।
বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির পঞ্চগড় জেলার শাখার সভাপতি হাকিম শাহিবুল্লাহ মানিকের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন,বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির কেন্দ্রীয় পরিষদের মহাসচিব হাকিম হাবিবুর রহমান,কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক কবিরাজ ঈসমাইল মোল্লা,পঞ্চগড় পৌর আওয়ামীলীগের সভাপতি কাজী আল তারিক,সাধারণ সম্পাদক হুমাযুন কবীর উজ্জল,কবিরাজ রঞ্জন কুমার দাসসহ সমিতির সদস্যরা।
কর্মী সম্মেলনে জেলার দেশীয় চিকিৎসক সমিতির সদস্যরা অংশ নেন।
সম্মেলন শেষে সভাপতি হাকিম শাহিবু্ল্লাহ মানিক ও দেলোয়ার হোসেন সুমন সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
পঞ্চগড়।
৩/১২/২০২২