নরসিংদী প্রতিনিধি।।
সুনাগরিক ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ার অঙ্গীকার নিয়ে রেনেসাঁ স্কুলের যাত্রা শুরু হয়েছিল ২০১৫ সালে।
আজ শনিবার (০৩) ডিসেম্বর লেক সিটি তে অবস্থিত রেনেসাঁ স্কুলে অনুষ্ঠিত হলো ক্লাস পার্টি ২০২২। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের পরিচালক মোঃ ফারুক আহমেদ এবং প্রধান শিক্ষক প্রণয় কুমার। কেক কেটে মূল অনুষ্ঠান সূচনা হয় এবং বিভিন্ন শ্রেনীর ছাত্র ছাত্রীদের ২ য় সেমিস্টার পরীক্ষায় মেধা তালিকায় স্থান পাওয়া কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।পরিশেষে এক
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পার্টি সমাপ্ত হয় ।এ সময় প্রথম শ্রেণী থেকে দশমশ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রী, শিক্ষক, কর্মচারীবৃন্দের মাঝে কেক এবং খাবার বিতরন করা হয়।