তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি।
হাওর ব্যাষ্টিত সুনামগঞ্জের তাহিরপুরে প্রখ্যাত বাউল শিল্পী গোলাম মোস্তফার স্মরনে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার পুর্ব বাজারে তাহিরপুর সাহিত্য ও সঙ্গীত সংস্থার আয়োজনে এই শোক সভা অনুষ্ঠিত হয়।
সভায় তাহিরপুর উপজেলা সাহিত্য ও সঙ্গীত সংস্থার সভাপতি মোঃ মোছায়েল আহমদের সভাপতিত্বে ও সংঘটনের সম্পাদক দেবরাজ পুরকায়স্থ দেবলের পরিচালনায় বক্তব্য রাখেন, সহসভাপতি মৃনাল কান্তি সরকার,সাহিত্য সম্পাদক মোঃ জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হিমেল রায়,উপদেষ্টা সদস্য মো. নাসির মিয়া,শ্যামল বর্মন,
বন্যা আক্তার সহ স্থানীয় এলাকাবাসীর সংঘটনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শোক সভায় বক্তাগন বলেন,হাওর পাড়ের কৃষক মজুর মেহনতী মানুষের পাশে দাড়িয়েছেন তার গানের মাধ্যমে। কিন্তু তিনি আমাদের মধ্যে আজ আর নেই। রেখেগেছেন তার গান আর কর্ম।
আমরা তা ধরে রাখতে চাই। তাহিরপুর উপজেলা সহ জেলা জুড়েই ছিল তার মায়াবী কণ্ঠে রাধারমন,হাসন রাজা, শাহ আব্দুল করিমের গান ছাড়া নিজের লেখা ও সুরে গান গেয়ে মানুষের মন জয় করেছেন তিনি। তার রয়েছে ভক্ত ও শিষ্যগন। তারা আরও বলেন,আমাদের এই সংঘটনের মাধ্যমে উপজেলার সকল গুনি শিল্পী,কবি সাহিত্যিকদের স্মরন করব।