ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জঃ
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট-এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে সাংবাদিক কন্যা সুমাইয়া আফরিন শ্রাবনী। সে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের পারকৃষ্ণগোবিন্দপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন।
২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে শ্রাবনী। পারকৃষ্ণগোবিন্দপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরেই প্রথমবারের মতো সুমাইয়া আফরিন শ্রাবনীসহ ০৪ জন গোল্ডেন এ প্লাস পেয়েছে। এর আগে প্রতিষ্ঠানটি থেকে কোন শিক্ষার্থী গোল্ডেন এ প্লাস পায়নি।
সাংবাদিক কন্যা সুমাইয়া আফরিন শ্রাবনী এশিয়ান টিভির প্রতিনিধি আল আমিনের দুই কন্যার প্রথম কন্যা। নিজের উজ্জল ভবিষ্যত কামনায় শ্রাবনী সাংবাদিক ও শুভানুধ্যায়ীসহ সকলের কাছে দোয়া কামনা করছে। তাকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।