বিউটি আক্তার
সুখ তলাতে যাচ্ছি আমি
যাচ্ছি মামা বাড়ি,
কনকনেতে ঠান্ডা হাওয়ায়
কাঁপছে পুরো শরীর ।
বইছে বাতাস এলোমেলো
জোয়ার এলো নদে,
গুমটা টেনে একটু খানি
শীতে চাদর ধরে।
মামা বাড়ির পুকুর পান্নায়
খেজুর গাছের সারি,
মামা-মামি প্রতি বছর
গাছে বাঁধে হাড়ি।
ভোর বিহানে আনে মামা
খেজুর গাছের রস,
মিষ্টি রসে চিতাই পিঠা
খাইয়ে করে বশ।
শিশির ভেজা কালাই কলোই
ক্ষেত-ক্ষোলাতে ধান,
শীতের দিনে প্রতি রাতে
ভীজে করে ছান।