1. kaiumkuakata@gmail.com : Ab kaium : Ab kaium
  2. akaskuakata@gmail.com : akas :
  3. mithukuakata@gmail.com : mithu :
  4. mizankuakata@gmail.com : mizan :
  5. habibullahkhanrabbi@gmail.com : rabbi :
  6. amaderkuakata.r@gmail.com : rumi sorif : rumi sorif
শনিবার, ০১ অক্টোবর ২০২২, ০৪:২৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ-
প্রতিটি জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। যোগাযোগঃ-০১৯১১১৪৫০৯১, ০১৭১২৭৪৫৬৭৪

ভোলার লালমোহনে ২৯ হাজার মিটার জাল জব্দ

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৩১ বার

বিশেষ প্রতিনিধিঃ

ভোলার লালমোহনে ২৯ হাজার মিটার নিষিদ্ধ পাই জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস করেছে র‌্যাব, পুলিশ ও কোস্টগার্ডের যৌথদল।

মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে জেলা মৎস্য অফিসের উদ্যোগে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গল সিকদার এলাকার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। এসময় প্রায় কোটি টাকা মূল্যের ২৯ হাজার মিটার নিষিদ্ধ পাই জাল জব্দ করা হয়।
বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালকের নেতৃত্বে র‌্যাব, পুলিশ ও কোস্টগার্ড এ যৌথ অভিযানে জব্দকৃত এসব জাল মঙ্গলসিকদারের বাতিরখাল এলাকায় আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলা হয়।
বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মো. আনিসুর রহমান তালুকদার জানান, এসব পাই জালে ছোট-বড় সব প্রজাতির মাছ আটকা পড়ে। বিশেষ করে জাটকার (ছোট ইলিশ) বেশি ক্ষতি হয়। প্রতিটি জালের দৈর্ঘ্য ২৯ থেকে ৩০ হাজার মিটার ও প্রস্থ ১৫ থেকে ২০ ফুট। নিষিদ্ধ এসব জাল মৎস্য সম্পদের ব্যাপক ক্ষতি করে। মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাতউল্লাহ, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাইদ, উপজেলা মৎস্য কর্মকর্তা রুহুল কুদ্দুসসহ মৎস্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার ফেইসবুকে শেয়ার করুন।

এরকম আরো খবর
© এই সাইটের কোন নিউজ/ অডিও/ভিডিও কপি করা দন্ডনিয় অপরাধ।
Created By Hafijur Rahman akas