সাইফুল ইসলাম জুলহাস স্টাফ (রিপোর্টার)
বরগুনায় পৌর শহরের দক্ষিণ লাকুরতলা সোনালী পাড়া হাজী ম্যানশনে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকচক্রের সমীর রায়, গোবিন্দ সরকার, কণিকা আক্তার লিলি নামের ৩ জনকে মাদক ও মাদক বিক্রির টাকা সহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
জানা যায়, বৃহস্পতিবার রাত ১১.০০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ অফিসার ইনচার্জ জাকির হোসেনের নেতৃত্বে একটি টিম সোনালী পাড়া হাজী ম্যানশনের একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে, ২৮ পিচ ইয়াবা ও ১৭ হাজার ২০০ টাকা উদ্ধার করে।
গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ খন্দকার জাকির হোসেন বলেন,গোপন সংবাদের ভিত্তিতে সোনালী পাড়া হাজী ম্যানশনের অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃত সমীরের নামে এর আগে একাধিক মাদক মামলা রয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে ।