1. kaiumkuakata@gmail.com : Ab kaium : Ab kaium
  2. akaskuakata@gmail.com : akas :
  3. mithukuakata@gmail.com : mithu :
  4. mizankuakata@gmail.com : mizan :
  5. habibullahkhanrabbi@gmail.com : rabbi :
  6. amaderkuakata.r@gmail.com : rumi sorif : rumi sorif
শনিবার, ০১ অক্টোবর ২০২২, ০৪:৪৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ-
প্রতিটি জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। যোগাযোগঃ-০১৯১১১৪৫০৯১, ০১৭১২৭৪৫৬৭৪

সুইজারল্যান্ডে আব্দুল্লাপুর আঞ্চলিক সমিতি ভেনিসের বনভোজন সম্পন্ন ।

  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ৪৮ বার

ব্যাুরো চীফ ইউরোপ।।

প্রকৃতিক সৌন্দর্য ও ধনীদেশ গুলোর মধ্যে অন্যতম দেশ সুইজারল্যান্ড । দেশটির যেদিকেই চোখ যায় সেদিকেই অপরুপ সৌন্দর্য ভ্রমণ পিপাসুদের নজরকাঁড়ে। সুইজ ব্যাংকের কারনে দেশটি সবার কাছে বেশী পরিচিত হলেও , ভ্রমণ পিপাসুদের কাছে আকর্ষণীয় দেশটির প্রকৃতিক সৌন্দর্যের কারনে । পাহাড় ও লেকে ঘেরা পর্যটনের দেশটিতে বিভিন্ন শহরে ঘুরতে আসেন, অনেকেই আবার বিভিন্ন দেশ হতে বনভোজন করতে দল বেধে ছুটে আসেন সুইজারল্যান্ডে ।


সুইজারল্যান্ডের জুরিখ , অন্যতম একটি শহর। পর্ষটকদের মূল আকর্ষণ রাইনফল এর জলপ্রপাত, পাহাড় ও লেক । সম্প্রতি ইতালিতে বসবাসরত কিশোরগঞ্জ জেলার আব্দুল্লাপুর আঞ্চলিক সমিতি ভেনিসের আয়োজনে বনভোজনের আয়োজন করা হয়। দের শতাধিক বাংলাদেশী এ বনভোজনে অংশনেন দুইটি বিলাসবহুল বাস যোগে। ঘুরে দেখেন রাইনফল জলপ্রপাত সহ জুরিখের প্রাকৃতিক সৌন্দর্য । দুপুরের খাওয়া দাওয়া শেষে মেতে উঠেন খেলাধুলা ও রেফেল ড্র আয়োজনে । পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অব্দুল্লাপুর আঞ্চলিক সমিতি ভেনিসের নেতৃবৃন্দ ।
সে সময় উপস্থিত ছিলেন সংগঠনের মোঃ রফিকুল বারী(প্রধান উপদেষ্টা )
আক্কাছ আলী (আব্বাছ)(উপদেষ্টা )
মোহাম্মদ আলী(উপদেষ্টা )
তাজুল ইসলাম ( সভাপতি)
ফখরুল চৌধুরী (সিনিয়র সহ সভাপতি)
আব্দুল ওয়াদুদ বাসেদ( সাধারণ সম্পাদক)
শাহীন মিয়া (সহ সভাপতি)
আলমাছ মিয়া (সহ সভাপতি)
বশির আহমেদ (যুগ্ন সাধারণ সম্পাদক)
নোয়াজ শরিফ( ক্যাশিয়ার)
বিল্লাল রাশিদ(সাংগঠনিক সম্পাদক)
আফাই আলী (সার্বিক তত্তাবধায়ক )। প্রতিবছরের মতো এ বছরেও বনভোজন আয়োজনের মধ্য দিয়ে সুইজারল্যান্ড ভ্রমণে কে আনন্দময় করে তোলে সকলকে।

আপনার ফেইসবুকে শেয়ার করুন।

এরকম আরো খবর
© এই সাইটের কোন নিউজ/ অডিও/ভিডিও কপি করা দন্ডনিয় অপরাধ।
Created By Hafijur Rahman akas