সাভার প্রতিনিধি।।
খেলাধুলায় বাড়ায় বল, মাদক ছেড়ে খেলতে চল এই স্লোগানকে সামনে ধারণ করে সাভারে উদ্বোধন করা হয়েছে ওয়াসিল উদ্দিন স্মৃতি শর্টপিচ ক্রিকেট নাইট টুর্নামেন্ট। সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় ওয়াসিল উদ্দিন ফাইন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের বেলুন উড়িয়ে উদ্বোধন করেন সাভার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তেতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর।
এসময় উদ্বোধনী খেলায় দুটি দল অংশ গ্রহণ করেন। খেলায় এসময় প্রধান অতিথি হিসেবে ছিলেন সাভার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তেতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর, বিশেষ অতিথি হিসেবে ছিলেন মো: ফিরোজ কাজল( সদস্য,৮নং ওয়ার্ড, তেতুলঝোড়া ইউনিয়ন পরিষদ। মাসব্যাপী এ নাইট শর্টপিচ ক্রিকেট খেলায় ২৪ টি দল অংশ গ্রহণ করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাভার নিউজ টোয়েন্টিফোর সাংবাদিক নাজমুল হুদা, হেমায়েতপুর ট্যানারি ফাঁড়ির এএসআই হাসান আলী, তেতুলঝোড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন ইমতিয়াজ, যুবলীগনেতা আবির মাসুম, সারোয়ার হোসেন জিতুসহ আরো অন্যান্য ব্যাক্তি বর্গগণ