মোঃ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলায় বাগআঁচড়া তদন্ত কেন্দ্র এলাকাধীন বাগআঁচড়া ইউনিয়ন এর বসতপুর মাদ্রাসা মোড় পাকারাস্তার উপর থেকে ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ মোঃ সিজান ওরফে আঃ রহমান (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত আসামি যশোর চাঁচড়া রায়পাড়া প্রাইমারী স্কুলের পাশে কসকাসকারী জাফর শেখ ওরফে লিয়াকত হোসেনের ছেলে।
শুক্রবার (২০ নভেম্বর) রাত ৮ টার সময় বাগআঁচড়া ইউনিয়ন এর বসতপুর মাদ্রাসা মোড় পাকারাস্তা উপর অভিযান পরিচালনাকালে তাকে আটক করা হয়।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রে অফিসার ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমি আমার সঙ্গীয় ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনাকালে ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ এক যুবক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
তিনি আরও বলেন, মাদক বিরোধী এ ধরণের অভিযান অব্যাহত থাকবে ও আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আগামিকাল শার্শা থানার অধিনে কোর্ট হাজতে প্রেরন করা হবে।