বিউটি আক্তার
মানুষ খোঁজে সুখের ঠিকানা
হাজার প্রদীপ নিয়ে,
হতাশ হয়ে হন্যে খোঁজে
সারাদিন ভরে।
কোন দেশেতে আছে সুখ
কোন সে ছায়ার তলে,
পাবে কি সুখ কর্ম করে
কর্ম সুফল ফলে।
একে সুধায়, ওকে সুধায়
নেইকো কাহারো জানা,
তারপর,
আজব দেশে খুজে বেড়ায়
সুখের ঠিকানা।
আছে কি!সুখের ওই নামটি
আজব দেশে জানা?
ঝগড়া করলে কি
সুখ পাওয়া যায়;
যায় কি পাওয়া প্রাণের সস্ত্রী?
টাকার লোভে,বেজায় খুশি
আছে নাকি কোন ক্লান্তি?
টাকা পয়সা দেয়না সুখ
দেয় না সবারে শান্তি!
ভালোবাসায় আছে সুখ
নাহি আছে ক্লান্তি।
অবশেষে খুঁজে পেলো
সুখের ঠিকানা,
আল্লাহর নামটিতে আছে সুখ
অনেকেরেই নাইও, আছে জানা!
মনের সুখে ডাক তুমি
প্রভূর দেওয়া নামটি,
জান্নাতেই হলো সবার সুখ
জান্নাতেই হলো শান্তি।