আমাদের কুয়াকাটা ডেস্ক।।
লিখবো চিঠি আমি এখনি
মেঘের ভাঁজে সাঝে সাঝে
লিখবো চিঠি আমি এখনি।
তুমি যখন পাবে আমার চিঠি
মনে রেখও ও সাথী —
পাবেনা আমায় তুমি -পাবেনা
পাবেনা আমায় তুমি তখনি।
ঐ আকাশ দেখেছো সেজেছে রঙিন
মেঘের মেঘের খেলায়–
আমি বুঝেগেছি-আমি বুঝেগেছি তখনি
ভালোবাসওনি আমায় কখনি।
হঠাৎ যখন তুমি আড়াল হলে
আমি চাহিয়িনা-আমি চাহিনা আসো
তুমি এই জীবনে –
পাবেনা আমায় তুমি কখনি।