মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে অভিনব কায়দায় ১২কেজি গাঁজা পাচার করতে গিয়ে ৩ জনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকালে তাদের আটক করে। আটককৃতরা হলো গাংনী উপজেলার খাসমহল গ্রামের নজরুল ইসলামের ছেলে বানারুল ইসলাম(২৬) ওই এলাকার হিমু খাঁ’র ছেলে আব্দুল করিম(৪৯),কাথুলী গ্রামের আব্দুল জলিলের ছেলে ফারুক হোসেন(২৬)।
গাংনী থানার ভারপ্রাপ্ত আব্দুর রাজ্জাক জানান, একটি অবৈধ ইঞ্জিনচালিত খড়(বিচালি) বোঝায় আলগাম মেহেরপুর-কুষ্টিয়া সড়কে যাবার সময় বামন্দী ক্যাম্প পুলিশের একটি টিম অভিযান চালিয়ে আলগামন চালক আব্দুল করিমকে আটক করে। এ সময় খড়ের(বিচালি) মধ্যে থেকে ১২কেজি গাঁজা উদ্ধার করে।আলগামন চালক আব্দুল রহিমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গাঁজা পাচারের সাথে জড়িত থাকার অপরাধে বানারুল ও ফারুককে আটক করে পুলিশ। গাঁজা উদ্ধারের ঘটনায় গাংনী থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনের মামলা পূর্বক আদালতে সোপর্দ করা হবে।