মোকাব্বেল শেখ,বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোংলা উপজেলায় একটি আশ্রয় প্রকল্পে ৭ বছরের মাদ্রাসায় পড়ুয়া এক অসহায় শিশুকে ধর্ষনের অভিযোগে একই উপজেলার আব্দুল মান্নান(৫০) নামক একজনকে বাগেরহাট জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।এটাই দেশের একমাত্র প্রথম নজিরবিহীন (অল্পসময়ে তথা মাত্র ৭ কর্মদিবসে) রায় বলে ধারনা করা হচ্ছে।
জানা যায় মান্নান ৩ অক্টোবর শিশুটিকে চকলেট দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিজের বাড়িতে নিয়ে ধর্ষন করে।শিশুটি মা-বাবা ছাড়া মামার কাছে মোংলায় আশ্রয় প্রকল্পে বাস করতো।
শিশুটি বাড়ি গিয়ে মামাকে বিষয়টি জানালে মোংলা থানায় অভিযোগ করা হলে মান্নানকে গ্রেপ্তার করা হয়।অবশেষে ১৬ অক্টোবর সাক্ষ্য গ্রহনের পর ১৮ তারিখ মান্নান স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেই।অতঃপর ১৯ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এই যুগান্তকারী রায় ঘোষনা করে।এই রায়ে এলাকাবাসী বিজ্ঞ আদালতের প্রতি শ্রদ্ধা জানিয়েছে।
এবং বিশেষজ্ঞরা মনে করেন, এরকম অল্পদিনের মধ্যে বিচার হলে বর্তমান লাগাতার ধর্ষন ও নারী নির্যাতন বন্ধে বিরাট ভূমিকা রাখবে।