1. kaiumkuakata@gmail.com : Ab kaium : Ab kaium
  2. akaskuakata@gmail.com : akas :
  3. mithukuakata@gmail.com : mithu :
  4. mizankuakata@gmail.com : mizan :
  5. habibullahkhanrabbi@gmail.com : rabbi :
  6. amaderkuakata.r@gmail.com : rumi sorif : rumi sorif
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০১:২০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ-
প্রতিটি জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। যোগাযোগঃ-০১৯১১১৪৫০৯১, ০১৭১২৭৪৫৬৭৪

হাসপাতালে ধুকছে শিশু সামিয়া,সামিয়াকে বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দিন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ৩৬৬ বার

বিশেষ প্রতিনিধি।।

তারিখ ০৬/০১/২০২২রোজ বৃহস্পতিবার

মোঃ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধি

যশোর শার্শায় সামিয়া (৪) নামে এক শিশু কুকুরের কামড়ে মারাত্মক জখম হয়েছে।
কুকুরের কামড়ে শিশুটির চোখ ও মুখ ক্ষত বিক্ষত হয়ে গেছে।

আহত সামিয়া শার্শার কন্যাদহ গ্রামের রুবেল হোসেনের মেয়ে।

সামিয়ার পিতা রুবেল জানান, আমার মেয়ে ২৮ ডিসেম্বর মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে উঠানে খেলা করছিল। এমন সময় একটি হিংস্র কুকুর তার উপর ঝাপিয়ে পড়ে, তাকে কামড়িয়ে মারাত্মক ভাবে জখম করে। এতে করে আমার মেয়ের চোখ ও মুখ ক্ষত বিক্ষত হয়ে গেছে। পরে আমার মেয়েকে উদ্ধার করে নাভারন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, সেখান কার ডাক্তাররা তাকে যশোরে নিয়ে যেতে বলে। মেয়ে নিয়ে যশোরে হাসপাতালে গেলে, সেখানকার ডাক্তার তাকে খুলনা আড়াইশো শয্যাই হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। আমি আমার মেয়েকে নিয়ে সেখানে যায়।

তিনি বলেন, খুলনায় হাসপাতালে আমার মেয়ের মুখের ক্ষতে সেলাই দেওয়া হয়েছে এবং পরবর্তীতে ডাক্তাররা দেখা শুনে চোখের ক্ষতেও সেলাই দিবেন। কিন্তু আমি একজন হতদরিদ্র ভ্যানচালক, আর আমার পক্ষে মেয়ের চিকিৎসা সেবা চালানো কঠিন হয়ে পড়ছে।
তাই তিনি সমাজের সম্পদশালীদের কাছে সাহায্যের আহবান জানান, যাতে তার মেয়েকে সুস্থ্য করে তুলতে পারেন।

যারা আমার মেয়েকে সাহায্য করতে চান, ০১৯২৪৩৭৩৪৫৪এই পার্সোনাল বিকাশ নাম্বারে সহযোগিতা পাঠাতে অনুরোধ করেন সামিয়ার পিতা রুবেল।
মোবাইল ০১৭১২৯৪৭৮৭১

আপনার ফেইসবুকে শেয়ার করুন।

এরকম আরো খবর
© এই সাইটের কোন নিউজ/ অডিও/ভিডিও কপি করা দন্ডনিয় অপরাধ।
Created By Hafijur Rahman akas