ডেস্ক রিপোর্ট।।
কুয়াকাটা থেকে বরিশালগামী একটি যাত্রীবাহী পরিবহনের গতিরোধ করে চালকের উপর হামলা ও ছিনতাই অভিযোগ পাওয়া গেছে।
জানাযায়, ২৪ ডিসেম্বর রোজ শনিবার কুয়াকাটা থেকে বরিশালাগামী রুদ্র তুর্য্য নামের পরিবহনের গতিরোধ করে চালক ও হেলপারকে মারধর করে তরুন সন্ত্রাসী গ্রুপ। এসময় গাড়ির চাবি ও টাকা ছিনিয়ে নেয়। কুয়াকাটার তুলাতলী নতুন বাসস্ট্যান্ডের সামনে এঘটনা ঘটে। এই হামলায় পরিবহনের চালক মোঃ আলমগীর হোসেন গুরুত্ব আহত হয়। তাকে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে প্রথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরন করা হয়।
পরিবহনের চালক মোঃ আলমগীর হোসেন জানান, তুলাতলী বাসস্ট্যান্ডের সামনে পরিবহনের গতিরোধ করে তাকে এবং হেলপারকে মারধর করে গাড়ির চাবি ও ৬০,০০০ হাজার টাকা ছিনিয়ে নেয় ডলফিন পরিবহনের কাউন্টার পরিচালক তরুন সহ ৪/৫ জন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও, সি) খোন্দকার মোঃ আবুল খায়ের বলেন, পরিবহনের কর্তৃপক্ষ বাদী হয়ে তরুন সহ ৩ জনকে আসামি করে মহিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষ উপযুক্ত আইনি ব্যবস্থা নেয়া হবে।