1. admin@amaderkuakata.com : akas :
  2. amaderkuakata.r@gmail.com : desk-1 :
  3. amaderkuakata@gmail.com : rumi :
বিজ্ঞপ্তিঃ-
প্রতিটি জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেয়া হবে।

ইনজুরি আক্রান্ত সাদিও মানেকে নিয়ে কাতার যাচ্ছে সেনেগাল

  • আপডেট সময়ঃ শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ৩৫৬ বার

দুদিন আগেই জানা গেছে, ইনজুরিতে আক্রান্ত হয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন বায়ার্ন মিউনিখের সেনেগালিজ তারকা সাদিও মানে। বিশ্বকাপে খেলতে পারবেন না তিনি, এ কথা জানার পরও মানেকে রেখেই কাতার বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছেন সেনেগাল কোচ আলিউ সিসে। যদিও তার কাতার বিশ্বকাপে খেলা নিয়ে এখনো শঙ্কা কাটেনি।

খেলতে না পারলেও দলে থাকলে মানের কারণে উজ্জীবিত হবেন বাকি ফুটবলাররা, এ কারণেই হয়তো বিশ্বের অন্যতম সেরা এই স্ট্রাইকারকে দলে রেখেছেন কোচ। আলিউ সিসে বলেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং ফুটবল ফেডারেশন থেকে তার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একজন ডাক্তারও পাঠিয়েছি।’

সোসাল মিডিয়ায় শেয়ার করুন।

এ জাতীয় আরো খবর
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Design & Developed BY Star it Academy