মিজানুর রহমান বুলেট (ডেস্ক রিপোর্ট)।। পটুয়াখালী কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়ন পরিষদে ১৫ই আগস্ট বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেনি উপজেলা বিএনপির সদস্য ও যুবদলের যুগ্ম আহবায়ক নবনির্বাচিত চেয়ারম্যান মজিবর রহমান ফকির।জাতীয় শোক দিবসে সরকারি আধা সরকারি স্বায়ত্ব শাসিত ও স্থানীয় সরকার প্রতিটি প্রতিষ্ঠানে আলোচনা সভাসহ কর্মসূচি পালনের সরকারি নির্দেশনা ছিল। নির্দেশনা মোতাবেক পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় চাকামইয়া ইউনিয়ন পরিষদ ও ধুলাসার ইউনিয়ন পরিষদ ছাড়া সব ইউনিয়ন পরিষদেই যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।
ইউপি সদস্যদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, শোক দিবস কর্মসূচির কোনো দাওয়াত পাননি তারা । চেয়ারম্যানের পক্ষ থেকে এ বিষয়ে তাদের কিছু বলা হয়নি। এমনকি স্থানীয় মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দও এ বিষয়েও অবগত নন।
চাকামইয়া ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি কেরামত হাওলাদার বলেন, চাকামইয়া ইউনিয়ন পরিষদে জাতীয় শোক দিবস পালন করা হয়নি। এজন্য আমি ও স্থানীও রাজনৈতিক নেতৃবৃন্দ ক্ষুদ্ধ।
চাকামইয়া ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আমির হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ইউনিয়ন পরিষদে জাতীয় শোক দিবসের কোনো কর্মসূচি পালিত হয়নি। এবিষয়ে চেয়ারম্যান আমাদের কাছে কিছু বলেনি। শারিরীক অসুস্থতার কারনে বর্তমানে তিনি চিকিৎসার জন্য ঢাকাতে আছেন।
চাকামইয়া ইউনিয়নের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য আবু জাফর খোকন বলেন, চেয়ারম্যান বিএনপি পন্থী হওয়ার সরকারী নির্দেশনা থাকা সত্বেও জাতীয় শোক দিবস পালন করা হয়নি। বিষয়টি অতন্ত দু:খজনক। শোক দিবস পালন থেকে ইউনিয়নের জনগন বঞ্চিত হয়েছে।
এ বিষয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান ফকির মুঠোফোনে জানান, ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালনে রাষ্টীয় ভাবে পালন করার নির্দেশনার বিষয়টি জানিনা। দুটি ব্যানার ইউনিয়ন পরিষদের সামনে টানানো হয়েছে। তবে আমি উপজেলা পরিষদ এর শোক দিবসের প্রোগ্রামে অংশ গ্রহন করেছি। অন্য কোন ইউনিয়ন পরিষদে শোক পালন করেছে তা আমি জানিনা। সবাই করলে আমার ইউনিয়ন পরিষদে শোক দিবস পালন করবো।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোঃ শহীদুল হক সাংবাদিকদের জানান, প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে আলোচনা কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ধুলাসার ইউনিয়ন পরিষদে শোক দিবস পালন করেছে। চাকামইয়া ইউনিয়ন পরিষদে জাতীয় শোক দিবস পালন করা হয়নি বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারলাম। বিষয়টি আমি খোজ নিয়ে দেখছি।