মিজানুর রহমান বুলেট (ডেস্ক রিপোর্ট)।। বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসুচী পালন করছে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। ১৭ ই আগষ্ট বুধবার বিকেলে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগ, পৌর শাখা ও মহিপুর, কুয়াকাটার সকল সহযোগী ভ্রান্তপ্রতীম সংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আওয়ামী দলীয় কার্যলয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রনালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোঃ মহিব্বুর রহমান মহিব (এম,পি), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা শাহিনা পারভিন শিমা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মঞ্জুরুল আলম লিপন, সাংগঠনিক সম্পাদক অ্যাড.সাইদুর রহমান সাইদ, দপ্তর সম্পাদক প্রভাষক ইউসুফ আলী, যুবলীগ নেতা জিয়াউর রহমান (ভিপি জিয়া) উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইয়ামিন অহম্মেদসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।