এক হাতের অর্ধেক অংশ নেই, নেই দুই চোখে আলো। তারপরও জীবনযুদ্ধে থেমে নেই ইবাদুল বাউল (৭২)। দীর্ঘ ৫২ বছর ধরে গোপালগঞ্জ শহরের বিভিন্ন ফুটপাতে কাটা হাতের অর্ধেক অংশ দিয়ে হারমোনিয়াম বাজিয়ে ও গান গেয়ে জীবিকা নির্বাহ করছেন এই অন্ধ শিল্পী।
পরিবারের উপার্জনক্ষম কোনো ব্যক্তি না থাকায় চোখে পৃথিবীর সকল অন্ধকার নিয়ে এই বয়সেও ফুটপাতে গান গেয়ে টাকা রোজগার করে পরিবারের ঘানি টেনে চলেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত এভাবেই গান গেয়ে হালাল পথে উপার্জন করে জীবিকা নির্বাহ করে যেতে চান ইবাদুল।
অন্ধ শিল্পী ইবাদুল বাউলের বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার কুশলী গ্রামে। জন্মের আড়াই মাস বয়সে মায়ের ভুলে আগুনে পুড়ে যায় তার এক হাত ও দুই চোখ। সেই থেকে দুই চোখ অন্ধ ও ডান হাতের অর্ধেক অংশ কেটে ফেলতে হয় ইবাদুলের।
গত ২৪ জুলাই অন্ধ শিল্পী ইবাদুল বাউলকে নিয়ে জনপ্রিয় নিউজ পোর্টাল ঢাকা পোস্টে ‘৫২ বছর ধরে গান গেয়ে সংসার চালাচ্ছেন অন্ধ ইবাদুল বাউল’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। পরে সংবাদটি গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) কাজী মাহাবুবুল আলমের নজরে আসে।
এরপর ঢাকা পোস্টের এই প্রতিবেদকের মাধ্যমে ইবাদুল বাউলকে বুধবার (২ আগস্ট) তার নিজ কার্যালয়ে ডেকে নেন জেলা প্রশাসক। এরপর ইবাদুল বাউলকে একটি ব্যাটারিচালিত ভ্যান কিনে দেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। ইতোমধ্যে ভ্যানটি তৈরি করার নির্দেশও দিয়েছেন তিনি। ভ্যানটি তৈরি হলে নিজ হাতে হস্তান্তর করবেন জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম। এ সময় ইবাদুল বাউলকে ভ্যানটি ভাড়া দিয়ে সংসারের খরচ যোগাতে বলা হয়েছে। এছাড়াও ইবাদুলের পরিবারের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এরপর জেলা প্রশাসককে গান গেয়ে শোনান অন্ধ শিল্পী ইবাদুল বাউল।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/amaderkuakata/public_html/wp-includes/functions.php on line 5737caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/amaderkuakata/public_html/wp-includes/functions.php on line 5737