কলাপাড়া প্রতিদিন, অনলাইন ডেস্ক।।
কলাপাড়া উপজেলধীন চাকামইয়া ইউ,পি চেয়ারম্যান ও তার সন্ত্রাসী বাহিনীর অত্যাচার, নির্যাতন ও নিপীড়নের অভিযোগে সংবাদ সম্মেলনে করেন গামুরবুনিয়া আশ্রয়ণ প্রকল্পের ৭০ পরিবারের সদস্যরা। গত ২৮ শে জুলাই সকাল ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সদস্যদের পক্ষে লিখত বক্তব্য রাখেন মোসাঃ ডলি বেগম। ডলি বেগম তার লিখিত বক্তব্যে বলেন, চাকামইয় ইউ,পি’র চেয়ারম্যান মোঃ মজিবর ফকিরের পালিত সন্ত্রাসী বাহিনীর সদস্যরা গত ২৭ মে আশ্রয়ণ প্রকল্পের পুকুরের বাঁধ কেটে ৯০ হাজার টাকার মাছ ধরে নিয়ে যায়। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি মামলা করা হয়েছে। এ মামলা প্রত্যাহারের জন্য এসব পরিবারের সদস্যদের হুমকি দেয়া হচ্ছে। বর্তমানে এসব পরিবারের সদস্যরা চরম আতঙ্কে রয়েছেন। এসময় আশ্রয়ণের বাসিন্দা কোহিনুর বেগম বলেন, মোগো বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দেওয়া অইছে।
এছাড়া আশ্রয়ণের সভাপতি জামাল হাওলাদারকে মুখোশ পড়া একদল সন্ত্রাসী অপহরণ করে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। তবে জামালকে পুলিশ গিয়ে তার বাসা থেকে উদ্ধার করে বলে জানানো হয়েছে।
এ ব্যাপারে চাকামইয়া ইউ,পি চেয়ারম্যান মোঃ মজিবর রহমান ফকির বলেন, তাকে ঠিকমতো চেয়ারম্যানি করতে না দেয়ার জন্য বিরোধী পক্ষ ষড়যন্ত্র করে আসছে। তার বিরুদ্ধে দেওয়া অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। একটি মহল তাকে নিয়ে ষড়যন্ত্রের জাল বুনছে।