নিজস্ব সংবাদদাতা।।
পটুয়াখালীর মহিপুরে জেল হত্য দিবস উপলক্ষে আলোচনাসভা, দোয়াও মিলাদের আয়োজন করে মহিপুর থানা যুবলীগ।
৩’রা নভেম্বর (বুধবার) দুপুর ১২ টার দিকে মহিপুর থানা যুবলীগ কার্যালয়ে এ আয়োজন করে মহিপুর সদর ইউনিয়ন যুবলীগ। মহিপুর সদর ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক মোঃ ফেরদৌস হাওলাদার এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর থানা যুবলীগ আহবায়ক মোঃ মিজানুর রহমান বুলেট আকন, বিশেষ আতিথি উপস্থিত ছিলেন মহিপুর থানা যুবলীগ যুগ্নআহবায়ক মোঃ মাসুদ মোল্লা ও আহবায়ক কমিটির সদস্য, মহিপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন মহিপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ নাসির উদ্দিন, মোঃ রিয়াজ মোর্শেদ, মহিপুর ইউনিয়ান যুবলীেগের যুগ্নআহবায়ক মোঃ শাহরিয়া হাওলাদার সুমন, মোঃ ইব্রাহিম খান, মোঃ মনির হাওলাদার সহ বিভিন্ন নেতা ও কর্মীবৃন্দ। আলোচনা সভায় প্রধান আতিথির বক্তব্য বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বর। ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় হত্যা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সহযোদ্ধা জাতীয় চার নেতাকে। বঙ্গবন্ধুর পক্ষে মুক্তিযুদ্ধ পরিচালনাকারী জাতীয় চার নেতা হলেন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামান। এ হত্যাকাণ্ডের আড়াই মাস আগে ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনে সপরিবারে হত্যা করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।বঙ্গবন্ধুকে হত্যার পর গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয় তার চার বিশ্বস্ত সহযোগীকে। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামাত বি এন পির পরিকল্পিত নাশকতা ঠেকাতে সকলকে সচেষ্ট থাকার আহ্বান করেন।
আলোচনা শেষে ৩ ই নভেম্বর ও ১৫ ই আগষ্টের নিহত সকল শহীদদের জন্য দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।